Breaking News :

বাঁকির টাকা চাওয়ায় পিটিয়ে মোটরসাইকেলসহ ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিলেন !

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় সিট কাপড় ব্যবসায়ীর বাঁকি পড়ে থাকা ৫০,০০০ টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি করে মহাজনসহ দুজনকে পিটিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতা ও একজন খুচরা ব্যবসায়ীর আনোয়ার নামের বিরুদ্ধে উঠেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নিমাইচাড়া ইউনিয়নের সমাজ বাজারে এ ঘটনা ঘটে। আহত কাপড় ব্যবসায়ী ভাঙ্গুড়া পৌর সদরের শরৎ নগর বাজারের মোল্লা বস্ত্রালয় স্বত্বাধিকারী আলহাজ্ব আঃ আজিজ ও তার ছেলে রাফিউল ইসলাম মামুন। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। শনিবার(৫ এপ্রিল) সকালে চাটমোহর থানায় এ বিষয়ে ৩ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

জানা গেছে, ভাঙ্গুড়া পৌর সদরের শরৎ নগর বাজারের মোল্লা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল আজিজ দীর্ঘদিন সিট কাপড়ের খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছেন। বিভিন্ন ব্যবসায়ীরা তার নিকট থেকে পাইকারি মালামাল কিনে তারা খুচরা ব্যবসা করে থাকেন। পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার হান্ডিয়াল ও সমাজ বাজারেরও বিভিন্ন কাপড় ব্যবসায়ীরা তার নিকট থেকে পাইকারী দরে কাপড় কিনে খুচরা ব্যবসা করে থাকেন। সেই সুত্র ধরে সমাজ বাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন প্রায় বছরখানেক পূর্বে ৫০ হাজার টাকার মালামাল বাঁকিতে নেয়। তিনি ভাঙ্গুড়া বাজারের আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সাইদুল ইসলামের আত্মীয়তার সূত্রে প্রভাব খাটিয়ে সে পাওয়া টাকা দীর্ঘদিনেও পরিশোধ করে নি। প্রতি শুক্রবারে কাপড় ব্যবসায়ী আব্দুল আজিজ ও তার ছেলে সমাজ বাজারে তাগাদার জন্য যান। ঘটনার দিন অন্যান্য দোকানে তাগাদা শেষ করে আনোয়ার হোসেনের কাছে যান বাকির টাকা চাওয়ার জন্য। এই টাকা চাওয়াতেই তিনি টাকা দিতে অস্বীকার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। ঘটনার একপর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, ও তার ছেলে মোঃ নীবির হোসেন, মোঃ হামিদুল ইসলামসহ বেশ কয়েকজন মব সৃষ্টি করে তাদেরকে পিটিয়ে আহত করে। এ সময় তাদের কাছে থাকা এক লক্ষ আশি হাজার টাকা ও একটি মোটরসাইকেল তারা ছিনিয়ে নেয়।

লিখিত অভিযোগে উল্লেখ করেন তিনি, ভাঙ্গুড়া থানাধীন শরৎনগর বাজারে সিট কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করে আসিতেছি। তার দোকান হতে প্রায় ০১ বছর পূর্বে উল্লেখিত ১নং আসামী আমার ৫০,০০০/-টাকার সিট কাপড় বাকী নেয়। পরবর্তীতে তিনি ১নং আসামীর নিকট উক্ত টাকা চাহিলে আজ দেব কালদেব বলে সময় ক্ষেপন করিতে থাকে। এক পর্যায়ে ৪ এপ্রিল রাত্রী অনুমান ০৮.৩০ ঘটিকার সময় তিনি ও তার ছেলে রাফিউল ইসলাম মামুন চাটমোহর থানার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজারস্থ ১নং আসামীর দোকানে গিয়ে উক্ত টাকা গুলো চাওয়া মাত্রই উল্লেখিত আসামীগণের সাথে কথা কাটাকাটি চলতে থাকে। এর একপর্যায়ে তারা দলবদ্ধভারে মারধর করে তার(অভিযোগকারীর) পাঞ্চাবীর পকেট হতে নগদ ১,৮০,০০০/-টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করে নেয়। ছাড়াও আসামীগণ তার বাজাজ সিটি মোটর সাইকেল, যাহার মূল্য অনুমান ১,৩০,০০০/-টাকা চিনিয়ে নেয়। সে সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীগণ তাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। স্থানীয় লোকজন আমাদের আহত অবস্থায় উদ্ধার করিয়া অটোভ্যান গাড়ী যোগে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

ঘটনার বিষয়ে চাটমোহর খানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com