Breaking News :

রেল লাইন ভেঙে যাওয়ায় ২ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক উত্তরাঞ্চলের রেল যোগাযোগ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় রেল লাইন ভেঙে যাওয়ায় প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর জয়দেবপু- ঈশ্বরদী রুটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৫ শে মার্চ) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বাউলজান ব্রিজ এলঅকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা দেখে পাশের গেটম্যানকে খবর দিলে লাইন সঙষ্কার কাজে নিয়োজিত ব্যক্তিরা এসে তারা লাল কাপড় উড়িয়ে ঢাকাকে গামি চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ি কে আটকে দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রেহাই পায় ওই ট্রেনের যাত্রীরা । লাইন সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা ২ ঘন্টা কাজ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করেন।

জানা গেছে, জয়দেবপুর -ঈশ্বরদী রুটের ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাউজান ব্রিজ উপর রেল লাইনের ৬ থেকে ৮ ইঞ্চি পাত ও রেল ভেঙে যায়। প্রথমে স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে পাশের গেটম্যানতে খবর দিলে লাইন শ্রমিকরা দ্রুত এসে রেল লাইনের উপর লাল কাপড় টাঙিয়ে দেন। এতে এই রুটে চলাচলকারী চিলাহাটি ট্রেনসহ সকল ট্রেনগুলো প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিম অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, প্রচন্ড গরমে রেল লাইনের সংযোগস্থলে উভয় পাশের পাতও রেললাইন ভেঙে যায় এবং ৬থেকে ৮ ইঞ্চি পরিমাণ স্থান সংযোগ স্থলে ফাঁকা হয়ে যায়। তবে শরৎ নগর স্টেশন মাস্টারের দাবি ট্রেন চলাচল করতে অনেক সময় এমনটিই হয়ে থাকে। বিষয়টি সংস্কার কাজে নিয়োজিত কর্তৃপক্ষকে অবগত করলে প্রায় ঘন্টা দুয়েক চেষ্টার পর লাইনটির সমস্যা সমাধান করে দেন। ফলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে শরৎ নগর স্টেশন মাস্টার অনয় জানান,গাড়ি চলাচল করতে করতেই কেমন অবস্থার সৃষ্টি হতে পারে। এটি কৃত্রিম কোন বিষয় নয়। রেললাইন ক্ষতিগ্রস্ত বা আংশিক ভেঙে যাওয়া একটি স্বাভাবিক ঘটনা। বর্তমানে ট্রেন যোগায়োগ স্বাভাবিক রয়েছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com