তারেক রহমান , মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন
বেড়া প্রেসক্লাবের আহবায়ককে প্রাণ নাশের হুমকী

বেড়া (পাবনা) সংবাদদাতা।
বেড়া প্রেসক্লাবের আহবায়ক দৈনিক নয়া দিগন্তের বেড়া সংবাদাতা মোঃ শফিউল আযমকে প্রাণ নাশের হুমকী দেয়া হয়েছে।
গত ৯ মার্চ রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে ০১৭৫১-৭৬৪৪৫২ নম্বর মোবাইল ফোন থেকে এই হুমকী দেয়া হয়।
এ ঘটনায় সোমবার দুপুরে শফিউল আযম বেড়া থানায় একটি জিডি করেছে। বেড়া জিডি নং-৪৩৮। তারিখ- ১০-০৩-২০২৫ইং।
ট্রু-কলারে মোবাইল নম্বর যাচাই করে দেখা যায় নম্বরটি মিজান নামের এক ব্যক্তির। বেড়া সিএন্ডবি চতুর বাজার কেন্দ্রীক একটি চক্র ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
বেড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে হুমকীদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।