খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির রহমান (৩২) আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা । তার পিতা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম।
পুলিশ জানান,বিশেষ অভিযান চালিয়ে সাব্বির রহমানকে শনিবার রাতে আটক করা হয়েছে। পরের দিন রবিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।