Breaking News :

হৃদরোগে আক্রান্ত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন শিমুল বিশ্বাস

মোঃ শফিউল আযম :মানবিক সাহায্যে হাত বাড়িয়ে দিলেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শ্রমিক নেতা এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিস্বাস। সোমবার (৩ ফেব্রুয়ারি)বিকেলে তার পাবনা শহরস্ত বাসভবনে জটিল হৃদরোগে আক্রান্ত বেড়া পৌর  ছাত্রদল নেতা তৌহিদের হাতে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেন। এ সময় সেচ্ছাসেবী সংগঠন বেড়া মানব কল্যান সংস্থার প্রতিনিধি,সাংবাদিক ও বেড়া পৌর বিএনপির প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
জানাযায়, বেড়া পৌর এলাকার বাঙ্গাবাড়িয়া গ্রামের  হতদরিদ্র কৃষক পরিবারের সন্তান তৌহিদ জন্মগত হৃদরোগের সমস্যা নিয়ে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন।গরীব পিতার পক্ষে কোন সময়ের জন্য তার সঠিক চিকিৎসা চালানো সম্ভব হয়নি। এভাবে প্রতিকুল পরিস্থিতি মাথায় নিয়ে  তার স্কুল জীবন পার হয়।ভর্তি হন বেড়া সরকারি কলেজে বাংলাদেশী জাতীয়তাবাদ চেতনা ধারণ করা তৌহিদ জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। দ্বায়িত্ব পান পৌর ছাত্রদলের ৮ নং ওয়ার্ড সভাপতির। সৈরাচার ও ফ্যাসিবাদী আন্দোলনে সোচ্চার তৌহিদ জুলাই আন্দোলনে  মিছিল মিটিং করতে গিয়ে হটাৎ বুকে তিব্র ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন।
দলের নেতাকর্মীদের সহায়তায় দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে বিএনপি চেয়ারপারসন শিমুল বিশ্বাসের সহায়তায় তাকে ল্যাব এইড হাসাপাতালে ভর্তি করানো হয়। ঔই হাসপাতালে কার্ডিওলজি ডির্পাটমেন্টের চিকিৎসকেরা পরিক্ষা নিরিক্ষা করে তাকে দ্রুত অপারেশনের পরামর্শ দেন। তাকে জানিয়ে দেয়া হয়েছে তার চিকিৎসা বাবদ তিন লক্ষাধিক টাকা খরচ হবে।
তৌহিদের পিতা আব্দুস সাত্তার জানান, তার সন্তান অসুস্থ হয়ে গেলে তিনি চিন্তিত হয়ে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেড়ার সেচ্ছাসেবী সংগঠন বেড়া মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন খাজার দৃস্টিগোচর হয়। তাদের হাত ধরে  আরেক মানবিক ব্যক্তি শিমুল বিশ্বাসের সহায়তায় তার ছেলের  চিকিৎসা ব্যয় বাবদ তাৎক্ষণিক  ৫০ হাজার টাকার টেক তুলেদেন তৌহিদের হাতে।। তৌহিদের পিতা আরো জানান, শিমুল বিশ্বাস মানব কল্যান প্রতিনিধিদেরকে আসস্ত করেছেন তৌহিদের চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সাধ্যমতো  সাহায্যে করবেন।এ জন্য তিনি  শিমুল বিশ্বাস ও বেড়া মানব কল্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন খাজা, বেড়া পৌর বিএনপির সহ-সভাপতি ও বেড়া প্রেসক্লাবের সদস্য সচিব সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম দিপু, দৈনিক ইনকিলাব বেড়া প্রতিনিধি, বেড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ মানিক হোসেন, বেড়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক, সেলিম প্রাং, বেড়া পৌর ছাত্রদলের আহবায়ক, ফারুখ আহমেদ জনি, প্রচার দলের আহবায়ক আলমগীর কবির, যুবদল নেতা, কেসমত, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মিঠুন আহমেদ, প্রিন্স খান, ছাত্রনেতা, রকি, শহিদুল্লাহ, হাসান,জিহাদ প্রমূখ।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com