Breaking News :

ভাঙ্গুড়ায় ক্রীড়া প্রতিযোগিতায় নগদ অর্থ ভাগাভাগি,শোকজ খেলেন প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরে অবস্থিত জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে শিক্ষকদের মধ্যে নগদ অর্থ ভাগাভাগি করে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সহ বিভিন্ন মহলে উঠেছে চরম সমালোচনার ঝড়। অনুমোদন বিহীন এ ঘটনায় বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ওই বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

জানা যায়, ভাঙ্গুড়া রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে গত আট বছর আগে প্রধান শিক্ষক শওকত আলী এবং গত তিন মাস আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বর্তমানে তারা দুই প্রধান শিক্ষকই দায়িত্বের বাইরে রয়েছেন। সেই সূত্র ধরে প্রায় গত তিন মাস আগে দায়িত্ব পান একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফলাতুন নাহার। তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিতে না পারায় সহকারী শিক্ষকরা নানা ধরনের অনিয়মে জড়িয়ে পড়েন । এক পর্যায়ে গত বুধবার(২৯শে জানুয়ারি) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঐদিন বিদ্যালয়ের প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে প্রায় ৩০ জন শিক্ষকের মধ্যে ৫০০ টাকা করে ভাগ করে দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রায় ৩০ জন শিক্ষক ও কর্মচারীকে ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়াই ওই টাকা করে প্রদান করে। তবে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণের জন্য সভাপতির কাছ থেকে অনুমোদন নেয়া হয়েছিল। কিন্তু তারা পুরস্কার না কিনে ওই টাকা তারা সভাপতির অনুমোদন ছাড়াই ভাগাভাগি করে নেয়। এ ঘটনায় শিক্ষার্থী অভিভাবক ও সুধী সমাজে চলছে সমালোচনার ঝড়। ঘটনাটি বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার এর নজরে আসলে তিনি শিক্ষক কর্মচারীদের কে কারণ দর্শানোর নোটিশ দেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক আফলাতুন নাহার বলেন, শিক্ষকরা নগদ টাকা নিয়ে নিজের ইচ্ছামত পুরস্কার কিনবে। তাই তাদের সিদ্ধান্তে নগদ টাকা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, পুরস্কারের পরিবর্তে নগদ অর্থ প্রদানের বিষয়ে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে শোকজ করা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com