খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
ভাঙ্গুড়ায় দূর্নীতিবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় দূর্নীতিবিরোধী কর্মশালা ও স্কিল কমপিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল(২১ জানুয়ারী ) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব উল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. শহীদুল আলম সরকার।
অনুষ্ঠানে হহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়ালি উল্লাহ, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্কিল কমপিটিশনে উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষার্থীদের মধ্যে থেকে সেরা পাঁচজন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। পরে শিক্ষার্থীরা দূর্নীতিবিরোধী বক্তব্য রাখেন।