Breaking News :

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে ডুবে রাইসা (২)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ভাঙ্গুড়া পৌর সদরের মধ্যভদ্রপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রাইসা ভদ্রপাড়া মহল্লার জসিম উদ্দিনের শিশু কন্যা।

জানা গেছে, জসীম উদ্দীন ফার্নিচারের কাজ করে এবং দুই সন্তানের জনক। রাইসা তার ছোট সন্তান। ঘটনার দিন বেলা সাড়ে ১০ টার দিকে শিশু রাইসা তার মাকে খুঁজতে ওদের বাড়ির সাথেই রেলের পুকুরের পাড়ে যায়। কিন্তু তার মা সেখানে ছিল না। রাইসা তার বাড়ীর সাথেই পুকুর ঘাটে কখন গেছে, ওর মা টের পায়নি। কিছুক্ষণ পরে ওর মা ঘাটে গিয়ে রাইসার পরনে থাকা জামার একটা ভেসে থাকতে দেখে চিৎকার দেয়। পরে ওটা তুলে রাইসার লাশ সনাক্ত করা হয়। এরপর পরিবারের লোকজন রাইসাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com