Breaking News :

ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

ভাঙ্গুড়া প্রতিনিধি :

সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মরহুম শাহজাহান আলীর স্মরণে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শোক সভার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল লতিফ মিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান  ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু । রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোহাম্মদ সোহায়েলের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মো. জাকির হোসেনের স্ঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইংরেজি সাহিত্যের শিক্ষক প্রতাপ কুমার মন্ডল,অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক  মো.শরিফুল ইসলাম,রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক রফিকুল ইসলাম ও প্রভাষক আহসানুল হাবীব রতন,প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রভাষক মো.আলতাব হোসেন,প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক রবিউল করিম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান ফারুক প্রমুখ।

বক্তারা বলেন,মো.শাহজাহান আলী ছিলেন একজন নির্লোভ,সৎ,মিষ্টভাষি ও হাস্যোজ্জল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। দূরারোগ্য ক্যান্সারে সম্প্রতি তিনি মারা যান। তার মৃত্যুতে কলেজ একজন বিজ্ঞ শিক্ষককে হারিয়েছে। তার শোকসন্প্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন শেষে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো.আশরাফ আলী। শোকসভায় কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com