Breaking News :

ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন পালন

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষক আব্দুল হালিম এর উপর সন্ত্রাসী কায়দায় হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। আহত আব্দুল হালিম সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক। বৃহস্পতিবার(৯জানুয়ারী) বেলা সাড়ে দশটার দিকে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে কলেজটির প্রধান ফটকের সামনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের সুষ্ঠু বিচার দাবিতে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন পালন করেন।

মানববন্ধনে, কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন,কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল লতিফ মিয়া, আই সিটি বিভাগের প্রভাষাক মোঃ মিজানুর রহমান সরকার,মোঃ আহসানুল হাবিব,ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বায়োজিদ বোস্তামী,সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত অভি (ডাবলু)সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রভাষক মোঃ আব্দুল হালিমের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশ কে নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এর মধ্যে দুজন আটক আছে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি ভাঙ্গুড়া পৌরসভার এসারপাড়ায় বসতভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে ওয়াজেদ, জয়, আজগার আলী ও রিঙ্কু মিলে বেধড়ক পেটালে শিক্ষক আব্দুল হালিম গুরুতর আহত হয়। এ ঘটনার পর পরই ওই শিক্ষকের স্ত্রী রোকসানা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com