Breaking News :

ভাঙ্গুড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচসা সভা

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মী ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের ধান হাটায় সমাবেত হতে থাকে। পরে একটি  সমাবেত এক শোভাযাত্রা ধান হাটা থেকে যাত্রা শুরু করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন , উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান , উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুমসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাসেল রানা পিন্টু  । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ লিখন সরকার। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

বক্তারা বলেন ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে । বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল।  প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে। এ জন্য ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে—এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। বলে বক্তারা উল্লেখ করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com