Breaking News :

ভাঙ্গুড়ায় পৌরসভার সাবেক কাউন্সিলর সুলতান আটক

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় ভাঙ্গুড়া পৌর সভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ প্রতারণার এক মামলায় তিনি আটক হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে চৌবাড়িয়া হারোপাড়ার এলাকার তার নিজ বাসা থেকে তাকে আটক করেন। শনিবার সকালে পুলিশ তাকে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ জানায়, কিশোর গঞ্জের আদালতে দায়ের করা একটি প্রতারণার মামলার তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ভাঙ্গুড়া পৌর সদরের চৌবাড়িয়া হারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাসভবন থেকে সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদকে আটক করা হয়। আটকৃত ব্যক্তিকে শনিবার সকালে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, কিশোরগঞ্জ আদালতের একটি প্রতারণার মামলা মুলে তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিলেন। তাই তাকে রাতেই গ্রেফতার করে শনিবারে পাবনা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com