পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে অষ্টমনিষা হাই স্কুল মাঠ চত্তরে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আয়নুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ এর এমপি মনোনয়ন প্রত্যাশী আডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
এ সময় তিনি বলেন, ‘পকেট কমিটি নয়,বিএনপির সাচ্ছা লোক দিয়ে কমিটি গঠন করা হবে। কোনো স্বজনপ্রীতি করা হবে না। বিগত দিনে যারা দলের জন্য ত্যাগী শিকার করেছেন, নির্যাতিত হয়েছে,মামলা হামলার শিকার হয়েছেন তাদের কে মুল্যায়ন করা হবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে। তাই যোগ্য ব্যক্তিকে তাদের যোগ্যতার বিবেচনা আর নেতা তৈরী করে নেতৃত্ব দিতে আপনরাই ঠিক করবেন। কাকে দিয়ে দলের উন্নয়ন আর আপনাদের মঙ্গল হবে। কর্মী সভায় নেতা কর্মীগন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীগন যোগ্য,পরিচ্ছন্ন ও জনপ্রিয় বিএনপির নিবেদিত ব্যক্তিকে দিয়ে কমিটি গঠনের জন্য আহবান জানান।’
কর্মী সভা অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব জাফর ইকবাল হিরোক,সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোঃ আব্দুল আজিজ,যুগ্ম আহব্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, মোঃ আলতাব হোসেন, উপজলা যুবদলের আহব্বায়ক মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন,পৌর বিএনপির আহব্বায়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম বুরুজ, কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুম, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক হুমায়ুন আহমেদ,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক হুমায়ন আহমেদ মুন, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল,কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।