বিশেষ প্রতিনিধিঃরোটারী ক্লাব অব এভার গ্রীণ পাবনার আয়োজনে ও রোটারী ক্লাব অব গ্রেটার সিডনি’র উদ্যোগে এবং ২৯ নভেম্বর হতে ১ ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত পাবনার এসোর্ট স্পেশালইজড হসপিটালে তিনদিন ব্যাপী সম্পূর্ণ ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
২৫ জন জন্মগত ঠোঁট কাটা, তালুকাটা, যে কোনো পোড়া দাগ, মুখের বড় ক্ষত দাগ প্লাস্টিক সার্জারীর মাধ্যমে অপরেশন করা হবে। (শুক্রবার) সকাল ১১ টায় রোটারী ক্লাব অব এভার গ্রীণের চেয়ারম্যান রোটারীয়ান মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারীয়ান রফিকুল ইসলামের সঞ্চালনায় ক্লাবের নিজস্ব ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন, দেশের প্রখ্যাত ডা: মো. ওমর আলী। তিনি বলেন চিকিৎসা সেবার শুরু থেকে আমরা সবসময় মানুষের সেবক হিসেবে নিজেকে সমর্পণ করেছি এবং মানুষের সহযোগী হয়ে কাজ করছি। এবং আমাদের সেবামূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পাবনার কৃতী সন্তান ও অপারেশন ক্যাম্পের ডাঃ অস্ট্রেলিয়া প্রবাসী শিশু ও প্লাস্টিক সার্জন (অস্ট্রলিয়া) ডাঃ হাসান সারওয়ার মানিক ও তার সহধর্মীনী ডা: সামরেকা সারওয়ার কে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ডা: ইমরান সারওয়ার ও ডা: এমিলিয়া সারওয়ার উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদানকালে ডা: হাসান সারওয়ার মানিক বলেন, আমি অস্ট্রোলিয়া থেকে এসে এই হাসপাতালে কাজ শুরু করি অনেক বছর আগে থেকে । তিনি বলেন, দীর্ঘ ২৩ বছর দেশের প্রায় ১৭ হাজার মানুষকে ফ্রি অপারেশন করেছি। এসময় তিনি দীর্ঘ বছরের কাজের অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন এবং তিনি বলেন আমি অস্ট্রেলিয়ায় বসবাস করলেও বাংলাদেশের মানুষের প্রতি আমার অনেক টান কারন এটা আমার জন্মভূমি এখানকার মানুষের। দুঃখদুর্দশা ও জিবন জিবিকার হালহকিকত আমি জানি তাই আমি এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং আমার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আজ আমি আমার দুই সন্তান কে নিয়ে এসেছি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখদুর্দশার জিবন দেখে এলাম আমার ছেলে ও পরিবার সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রোটারীয়ান প্রভাসচন্দ ভদ্র, রোটারীয়ান রশিদুল হাসান বকুল ও অন্যান্য রোটারীয়ানবৃন্দ আলোচনা শেষে ক্লাবের সহযোগিতায় অসহায় নারীদের স্বাবলম্বী করতে চারজন কে ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।