মো: নূরুল ইসলাম চাটমোহর থেকে:
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদীর ওপর এলজিইডির তত্ত্বাবধানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। উদ্বোধনের এক বছরের মধ্যেই ওই সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে গেছে। কয়েক মাস ধরে সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সরজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ২০২ টাকা ব্যয়ে নির্মাণ করে। সেতুটি গত বছরের ২৭ ফেব্রুয়ারি পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন উদ্বোধন করেন।
এ বিষয়ে হরিপুর ইউনিয়নের সাবেক সদস্য বাবলুর রহমান বাবলু বলেন, সেতুর সাথে সংযোগ সড়কের প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি। আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেন ও ঠিকাদার লাখ লাখ টাকা লুটপাট করে খেয়েছে। আওয়ামী দুঃশাসনের কর্মকাণ্ড এটা। তা না হলে এমন অবস্থার সৃষ্টি হতো না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আলগা বালি-মাটির উপর ইট বিছিয়ে দায়সারাভাবে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছে। বৃষ্টির পানিতে এরই মধ্যে অনেক স্থানে ধসে গেছে। ভারী যানবাহন চলাচল করতে পারে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃপক্ষ কাজের মান পরীক্ষা করলেই অর্থ লুটের বিষয়টি বেরিয়ে আসবে। সেই সাথে তারা দ্রুত সড়কটি মেরামতের আবেদন জানান।
চাটমোহর উপজেলা প্রকৌশলী মো: সুলতান মাহমুদ বলেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক ধসে গেছে। আমরা বিয়টি অবগত হয়েছি। এক সপ্তাহের মধ্যেই সংযোগ সড়ক সংস্কারের ব্যবস্থা করা হবে।