• December 23, 2024, 10:23 pm
শিরোনাম

দেশে ফিরেই বেবী নাজনীন বললেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ

অনলাইন ডেস্ক 8 Time View
Update : রবিবার, নভেম্বর ১০, ২০২৪
দেশে ফিরেই বেবী নাজনীন বললেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ

দীর্ঘ প্রায় আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত গায়িকা বেবী নাজনীন। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নেমেই কথা বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে। কথার শুরুতে- জুলাই আগস্টের গণআন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এই সংগীতশিল্পী।

বেবী নাজনীন বলেন, ‘দীর্ঘদিন পরে দেশে আসলাম। নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে, যা বলে বোঝানো যাবে না। জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থী-জনতার ত্যাগের কারণেই দেশে ফিরেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

এ সময় তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। আমাকে দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছিল। আমি তা চাই না। শিল্পীরা সব দলমতের ঊর্ধ্বে থাকবেন, তারা সবার। বিশেষ কোনো দলের সমর্থক করি বলেই তাকে এড়িয়ে চলতে হবে, এমন সংস্কৃতি চাই না। সংগীতাঙ্গন ঢেলে সাজানোর কাজ করতে চাই। সবার অংশগ্রহণের মাধ্যমে সামনে নতুন বাংলাদেশ তৈরি হবে।’

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে বেশ সক্রিয় বেবী নাজনীন। গেল জুনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় এই গায়িকাকে।

এদিকে, প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বেবী নাজনীন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। তার গাওয়া উল্লেখযোগ্য গানের তালিকায় আছে- ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আজ পাশা খেলবো রে শাম’, ‘ও বন্ধু তুমি কই কই রে’ ইত্যাদি।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com