• December 24, 2024, 1:49 am
শিরোনাম

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

Reporter Name 16 Time View
Update : বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

প্রতিদিনের ডেক্স:আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার, জাতীয় বিপ্লব সংহতি দিবস। ১৯৭৫ সালের নভেম্বর সিপাহিজনতার অভ্যুত্থানে ওই বছরের মধ্য আগস্ট থেকে চলা টালমাটাল পরিস্থিতির অবসান হয়।

নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রা পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৭ নভেম্বর) সকালে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাকির হোসেন। ।

সভায় বক্তব্য রাখেন,পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, পৌর বিএনপি’র অন্যতম নেতা আবুল কাশেম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, যুগ্ম আহবায়ক মামুন আহমেদ, যুগ্ম আহবায়ক জামাল হোসেন, যুগ্ম আহবায়ক মারুফ হোসেন খান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিন, পৌর কৃষকদলের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাবু প্রমুখ। পরে একটি শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন,৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। আর সেজন্যই জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম

৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলের আটটি দিবস বাতিল করলেও, ৭ নভেম্বর সরকারিভাবে পালন হচ্ছে না।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com