Breaking News :

পাবনায় অপহৃত ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

পাবনা  জেলা প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলা এলাকা হতে অপহৃত মাদ্রাসা ছাত্র মো. রমজান আলীকে (১৩) উদ্ধার এবং অপহরণকারী মেহেদী হাসান সাগর (২৫) গ্রেফতার করেছে পাবনা র‌্যাব ১২। অপহরণকারী মেহেদী হাসান সাগর নওগাঁ জেলার দুবলহাটি গ্রামের মৃত আইনুদ্দিন ছেলে।

রবিবার ৩ নভেম্বর, সকালে র‌্যাব ১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ৩০ অক্টোবর (বুধবার) সকালে পাবনা জেলার চাটমোহর থানাধীন চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মো. রমজান আলী (১৩) আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। ঐদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। পরবর্তীতে রাত আনুমানিক ৭ ঘটিকায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে জানায় নিখোঁজ রমজান আলী তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ ময়না খাতুন বাদী হয়ে পরের দিন অর্থাৎ ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) চাটমোহর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন,

র‌্যাব ১২ সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ অভিযানিক দল ২ নভেম্বর (শনিবার) রাত ৮ টার দিকে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিম মো. রমজান আলী, পিতাঃ মো. আকমল হোসেন, সাং-চড়াইকোল, উপজেলাঃ চাটমোহর, জেলাঃ পাবনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার ও আসামি ধরতে সক্ষম হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com