• December 24, 2024, 2:22 am
শিরোনাম

ভাঙ্গুড়া হারোপাড়া মহল্লার সড়ক বাতির উদ্ভোধন করলেন প্রশাসক রোজী

প্রতিদিনের ডেক্স 5 Time View
Update : মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

প্রতিদিনের ডেক্স:পাবনার ভাঙ্গুড়া পৌরসভার হারোপাড়া মহল্লার একটি রাস্তা আলোকিতকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায়  পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার(ভূমি) তাসমীয়া আক্তার রোজী সুইচ টিপে এই প্রকল্পের উব্দোধন করেন। সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম,সহকারী প্রকৌশলী মিনহাজুর রহমান,উপসহকারী প্রকৌশলী খোরশেদ আলম হাবিবুর রহমান, হিসাবরক্ষক নাজমুল হুদা,সাবেক কাউন্সিলর শামসুল হক প্রমুখ। পরে মহল্লাবাসী কর্মকর্তাদের সাথে হেঁটে পৌর প্রশাসক রোজী আলোকিত রাস্তার সুবিধা অবলোকন করেন।

জানাগেছে, ২০২৩২০২৪ অর্থ বছরে এডিপি বাজেটে এই প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় লাখ ৭২ হাজার টাকা। সহকারী কমিশনার (ভূমি)পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর তিনি নাগরিকদের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে অনগ্রসর এলাকা হিসাবে চিহ্নিত এই মহল্লার রাস্তাটি আলেকিতকরণের উদ্যোগ নেন।

মহল্লাবাসীর পক্ষে আব্দুল মতিন জানান,রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে চলাচল করতে তারা দুর্ভেোগের শিকার হতেন। আজ থেকে প্রশাসক মহোদয় রাস্তাটি আলোকিত করায় তারা খুব খুশি।

পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার(ভূমি)তাসমীয়া আক্তার রোজী বলেন,দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্প ২য়  পর্যায়ের চলমান কাজে তদারকি বাড়িয়েছেন। পৌরসভার নাগরিকদের সমস্যা দূরীকরণের জন্য ড্রেন পরিস্কার সংস্কার করার কাজ করা হচ্ছে। শহর পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠান পরিচ্ছন্নতার জন্য ডাস্টবীন বিতরণ করা হচ্ছে।  মশা নিধনে ফগার মেশিনে স্প্রে অব্যাহত রয়েছে।  নাগরিকদের চলাচলের প্রতিবন্ধকতা কাটাতে ক্ষতিগ্রস্থ রাস্তা,ব্রিজকার্লভাট সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মৌসুমি ভারি বর্ষণের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা নিরসনে নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরো গতিশীল করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প স্থাপনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা হয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com