প্রতিদিনের জনপদ:পাবনা জেলা সদর পাবনা টাউন গালস্ স্কুলে প্রধান শিক্ষক রবিউল করিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকালে ১১ টায় পাবনার হামিদ রোডে ওই প্রধান শিক্ষককে স্বায়ী বহিস্কার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মাবনবন্ধন কর্মসূচির আয়োজন করেন।
এর গত সোমবার পাবনা টাউন গালস্ স্কুলে প্রধান শিক্ষক রবিউল করিমের কক্ষ থেকে যৌন উত্তেজক ছিরাপ কনডম মদের বোতল সহ নান উপকরন উদ্ধার করেন শিক্ষক কর্মচারী বৃন্দ। ঐ সময় বিক্ষোভ করেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রবিউল করিম দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হয়রানির করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অশ্লীল ভাষায় কথা বলতেন বলে অভিযোগ। এ ব্যাপারে তাঁরা বেশ কয়েকবার অভিযোগও করেছেন স্কুলে অন্যান্য শিক্ষদের কাছে। কিন্তু প্রধান শিক্ষক রবিউল করিম তার আচরণ পরিবর্তন করেননি। নারী শিক্ষকেরাও তাঁর হয়রানি শিকার। মানসম্মান হারানোর ভয়ে কেউ মুখ খুলতে চান না।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক রবিউল করিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তার অস্থিত যত দিন এই স্কুলে থাকবে, তত দিন ছাত্রীরা যৌন হয়রানির শিকার হবেন। ছাত্রীদের নিরাপত্তার জন্য তাঁকে এই স্কুল থেকে স্বায়ী বহিস্কার করতে হবে। সেই সঙ্গে তাঁর শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।
গত কয়েক দিন আগে প্রধান শিক্ষক রবিউল করিম সাময়িক অব্যাহতি দেওয়া হয়। কিন্তু গত কাল ২১ অক্টোবর তার রুমের তালা বদ্ধ রুম খুলে বিভিন্ন উপকরন উদ্ধার করে করে তারই ভিত্তিতে আজকে পাবনা টাউন গালস্ স্কুলের সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী মানববন্ধন করছে।
অভিযুক্ত পাবনা টাউন গালস্ স্কুলের প্রধান শিক্ষক রবিউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।