পাবনায় র্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সানি এরফে কিলার সানি (২৮) গ্রেফতার
খন্দকার গোলাম মোর্ত্তূজা অতিরিক্ত পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পাবনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।
১৬ অক্টোবর, ২০২৪ তারিখ দুপুরে র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল পাবনা জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক গ্রেফতার করেছে।
গ্রেফতার আসামী মোঃ সানি ওরফে কিলার সানি (২৮) পাবনা জেলা পাবনা সদর, সদরকুঠিপাড়া (ডায়মন্ড ওয়ার্কশপ) মোঃ জালাল প্রাং ছেলে।
র্যাব-১২, সিপিসি-২,গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ সানি ওরফে কিলার সানি (২৮) পাবনা জেলা পাবনা সদর, সদরকুঠিপাড়া (ডায়মন্ড ওয়ার্কশপ) এলাকা থেকে
গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে আরো একটি অস্ত্র আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।