• December 23, 2024, 10:03 pm
শিরোনাম

ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদপানে ২ বন্ধুর মৃত্যু, অসুস্থ ৩

বিশেষ প্রতিনিধিঃ 103 Time View
Update : মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদপানে ২ বন্ধুর মৃত্যু, অসুস্থ ৩
ভাঙ্গুড়ায় অতিরিক্ত মদপানে ২ বন্ধুর মৃত্যু, অসুস্থ ৩

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে পাঁচ বন্ধু মিলে মদপান করতে গিয়ে অতিরিক্ত মদপানে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

মৃত দুজন হলেন- উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দে সোমবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। তারা পরস্পরের বন্ধু।

তাদেরকে সোমবার রাতে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে হৃদয় চৌধুরীর মৃত্যু হয়। আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার রাত সাড়ে ১১টায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল হোসেন বলেন, দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। আর গুরুতর অসুস্থ তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মদপান করে পাঁচজন অসুস্থ হয়েছিল। তার মধ্যে দুজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com