প্রতিদিনের ডেক্স:পুর্ব বিরোধের জের ধরে গোপাল চন্দ্র হালদার (৬০) নামের এক বৃদ্ধকে গলায় ক্ষুর চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় গোপালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ এলাকায় অবস্থিত একটি সেলুনে এ ঘটনা ঘটে।আহত গোপাল হালদার চাটমোহর পৌর সদরে হরিসভা রোড এলাকার মৃত মনি হালদারের ছেলে। সে পেশায় মৎস্যজীবি। তার কোনো ছেলে নেই। মেয়েদের বিয়ে দিয়েছেন। বাড়িতে তিনি একাই বসবাস করেন। আর অভিযুক্ত সেলুন মালিক জীবন দাস (৩০) পৌর সদরের ছোট শালিখা নিশিপাড়ার খগেন দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় গোপাল চন্দ্র হালদার জীবন দাসের সেলুনে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে দোকানের গ্লাস আটকানো ছিল। তিন-চার মিনিট পরে সেলুনের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ও ধস্তাধস্তির শব্দ শোনা গেলে এলাকাবাসী এগিয়ে যায়।কেউ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত জীবন দোকানের গ্লাস খুলে পালিয়ে যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গোপালকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। গোপাল চন্দ্র হালদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন,‘এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের সদস্যদের খুঁজে বের করা সম্ভব হয়নি। কি কারণে ঘটনা ঘটেছে তাও জানা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে সেখান থেকে রক্তমাখা একটি ক্ষুর জব্দ করেছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।