পাবনার ভাঙ্গুড়ায় মিষ্টি, দই ও মানসম্মত ঘি এর বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ‘আখের সুইটস’ । ভাঙ্গুড়ার শরৎনগর বাজারের বড়াল ব্রীজ স্টেশন বাজারের আখের সুইটস ব্যবসা সফল হওয়ার পর ব্যবসা প্রসার করে শুক্রবার(১১অক্টোবর) বেলা ১০টার দিকে ভাঙ্গুড়া বাজারের বকুল তলা চত্বরে বাহার মার্কেটে দোয়ার আনুষ্ঠানের মাধ্যমে ২য় নতুন শাখার উদ্বোধন করা হয়।
জানা গেছে, মানসম্মত মিষ্টি,দই ও ঘি বিক্রয়কারী বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে ভাঙ্গুড়ার শরৎ নগর বাজারের আখের সুইটস এর সুনাম রয়েছে। শরৎনগর বাজারের স্টেশন বজারের গেলেই পরিচ্ছন্ন, মনোরম ও শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশে আখের সুইটস অনন্য। রুচিশীল ও মনোরম পরিবেশে বসে মিষ্টি ও দই খেতে চাইলে যে কোনো ব্যক্তিই চলে যান আখের সুইটসে। আবার কখনও কখনও আখের সুইটস এর মিষ্টি ও দুই বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহ করার জন্য অর্ডারও নিয়ে থাকেন। তাদের রয়েছে মিষ্টি , দই ও ঘি তৈরি করার জন্য নিজস্ব কারিগর। অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে তারা গ্রহকের জন্য মিষ্টি,দই ও ঘি তৈরি ও সরবরাহ করে থাকেন। সেই আখের সুইটস এর সফলতার পর এর ভাঙ্গুড়া বাজারে ব্যবসা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠানটি পরিচালক আরিফুল ইসলাম। সেই ধারাবাহিকতায় শুক্রবার(১১ অক্টোবর) বেলা ১০টার দিকে ভাঙ্গুড়া বাজারের বকুল তলা চত্বরে বাহার মার্কেটের উত্তর পাশে আখের সুইটস এর ২য় শাখা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভাঙ্গুড়া বাজারের সাবেক বাণিক সমিতির সভাপতি আলহাজ মো. বাহার উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যববাসী এ কে এম হানিফ বাবলু, বণিক সমিতির সদস্য আলহাজ মোঃ সাইফুল ইসলাম, আখের সুইটসের সত্বাধিকারী মোঃ আরিফুল ইসলাম, ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সদস্যগণ সাংবাদিক বৃন্দ ও সাধারণ জনতার একাংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ , ক্বারী ও সরকারি জামাল উদ্দীন ডিগ্রী অনার্স কলেজ মসজিদের পেশ ইমামস মাওঃ আশরাফ আলী।