পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
ফেসবুকে উপদেষ্টা আসিফ লিখলেন দেশ ছেড়েছেন সব উপদেষ্টা, সোর্স: চালাই দেন

অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা জন নানা পোস্ট দেন। সে হাওয়ায় গা ভাসিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।
গতকাল রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টা সহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও।’ এরপরই এর সূত্র হিসেবে তিনি লেখেন, ‘সোর্স: চালাই দেন।’
আসিফ মাহমুদের পোস্ট দেখে সহজেই অনুমান করা যায় যে এটি তিনি মজা করে দিয়েছেন। তিনি মূলত মজার ছলে গুজবের প্রতিবাদ করেছেন।
তবে আসিফ মাহমুদের পোস্ট ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে তার পোস্টটি শেয়ার দিয়ে মজার মজার ক্যাপশন দিচ্ছেন। তবে অনেকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এমন মজা করা নিয়ে প্রশ্ন তুলেছেন।