গাজার আশপাশেও থাকতে চান না ইসরাইলের ৮৬ শতাংশ নাগরিক। সম্প্রতি দেশটির পাবলিক ব্রডকাস্টার কেএএন পরিচালিত একটি জরিপে ইসরাইলিদের এমন মনোভাব দেখা গেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পাবলিক ব্রডকাস্টার কেএএন পরিচালিত ওই জরিপে দেখা গেছে, ইসরাইলের ৮৬ শতাংশ মানুষ ভাবছে, যুদ্ধোত্তর সময়ে গাজার কাছাকাছি কোনো বসতিতে তারা বসবাস করবেন না। এই জরিপে ছয় লাখ মানুষ অংশগ্রহণ করেছে। তাদের কেবল ১৪ শতাংশ মানুষ ভাবছে, যুদ্ধের পর গাজাসংলগ্ন এলাকায় তারা বসবাসের কথা বিবেচনা করবেন।
সমীক্ষায় দেখা গেছে ২৭ শতাংশ ইসরাইলি বিশ্বাস করেন, তাদের দেশ হামাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে। অপরদিকে, ৩৫ শতাংশ মানুষ মনে করছে, এই যুদ্ধে ইসরাইল হেরে গেছে। বাকিদের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
ইসরাইলি হামলায় প্রায় গোটা গাজাবাসীই বাস্তুচ্যুত হয়ছে। সেজন্য ইসরাইলকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হতে হয়েছে।
সূত্র : আল জাজিরা