Breaking News :

বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির নব কমিটির আত্মপ্রকাশ

 

বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন  বিজনেস ম্যানেজমেন্ট কলেজ শিক্ষক সমিতির নব কমিটির আত্মপ্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা বারোটায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে। এতে একশত একজনকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যক্ষ মোঃ দিলদার রহমান দিলু, অধ্যক্ষ বিসিক নগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট  কলেজ, পঞ্চগড় সদর। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, নন্দীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজ। নেতৃরকোনা।

উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ডঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বোর্ডের সাবেক উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হামিদ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com