Breaking News :

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে আমির হামজা (৮)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পাড় ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম বাজার সংলগ্ন পুর্বপড়ায় স্কুল থেকে ফেরার পথে নিজ বাড়ির পাশে গভীর খাদের মধ্যে নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে এ ঘটনা ঘটে। প্রথম শ্রেনী পড়ুয়া আমির হামজা আজাহরের একমাত্র ছেলে।

এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো আমির হামজা মায়ের সঙ্গে সকালে স্কুলে য়ায়। স্কুল থেকে ফিরে আসার সময় একাই নৌকা নিয়ে বাড়িরঘাটে নামতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে আমির হামজা সাঁতরে নৌকা ধরতেও পারেনি এবং তীরেও ভিড়তে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরে ডুবন্ত অবস্থায় আমির হামজা কে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com