রিপোর্টার: খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাযার্লয়ের আয়োজনে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, কবি সৈয়দ খায়রুল আলম, মহিলা জনগোষ্ঠী সেবা নিশ্চিত করণ প্রতিষ্ঠানের সভানেত্রী সুচিত্রা রানী, গ্রামীণ মহিলা উন্নয়ন কেন্দ্রের পরিচালক জয়ন্তী মজুমদার প্রমুখ।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারি মুর্শিদা ইয়াসমিন, প্রশিক্ষক চায়না খানম, শিউলী রায়, বিনা খানমসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।