রিপোর্টার: সুমনা বেগম
এক তর্জনীর ইশারায় সাড়ে সাত কোটি মানুষের ঝাপিয়ে পরার ইতিহাস পৃথিবীতে একটাই…!পিতা তুমি আছো থাকবে, আজীবন বাঙালির হৃদয়,,,,,হে মুজিব- তোমার সংগ্রামী উচ্চারণে এসেছিল স্বাধীনতা পেয়েছি লাল সবুজের পতাকা”আজ ঐতিহাসিক ৭ই মার্চ/২০২৪। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জ্বালাময়ী ভাষণের মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হয়। প্রতি বছরের ন্যায় আজও নড়াইলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেই সাথে আয়োজিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছিলেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।