রিপোর্টারঃ-ক্রাইম রিপোর্টার যশোর-যশোরের বেনাপোল কাস্টমস হাউজের সামনে হতে ৫০ গ্রাম হেরোইন সহ মো.সাজু শেখ(২৭)নামে এক চিহৃিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।রবিবার রাতে পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ০৫ গ্রাম কাগজসহ তাকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী সাজু শেখ বেনাপোল ছোটআঁচড়া গ্রামের কিনু শেখ এর ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাস্টমস হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ সাজু শেখ’কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ০৫ গ্রাম কাগজ উদ্ধার করা হয়।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভুক্ত হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,উদ্ধার হেরোইনসহ মাদক ব্যবসায়ী সাজু শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।