• December 24, 2024, 2:17 am
শিরোনাম

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪শত গ্রাম গাঁজা,৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জন মাদক কারবারি গ্রেফতার।

আশিকুজ্জামান,স্টাফ রিপোর্টার 38 Time View
Update : সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪

রিপোর্টারঃ আশিকুজ্জামান,স্টাফ রিপোর্টার,খুলনা-গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১|মোঃ সাগর সরদার(২৩),পিতা-মোঃ রহিম সরদার,সাং-৪নং ফুডঘাট,থানা-খুলনা।

২|সম্রাট শেখ(২২),পিতা-মোঃ আসলাম শেখ,সাং-উত্তর হরিনটানা,থানা-লবণচরা।

 

৩|মোঃ রিয়াজ মাহামুদ তপু(২২),পিতা-মোঃ আলতাফ হোসেন,সাং-পাবলা দত্তবাড়ি,থানা-দৌলতপুর এবং

৪|মোঃ আল আমীন সরদার(৪৪),পিতা-মোঃ শামছুর সরদার,সাং-মৌখালী,থানা-দাকোপ,জেলা-খুলনা,এ/পি সাং-জিরোপয়েন্ট,থানা-হরিণটানা,খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪০০ গ্রাম গাঁজা এবং ৫২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com