Breaking News :

ভাঙ্গুড়ায় রাস্তার পাশ থেকে বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় রাস্তার পাশ থেকে পাবর্তী রানী সিং (৬৪) নামের এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালের দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ার পাড়া ও মন্ডতোষ রেল গেট থেকে চাটমোহরের দিকে যেতে বাঘাবাড়ি টু চাটমোহর মিনি বিশ্বরোডের ব্রীজের উত্তর পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দিলে ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই সুব্রত কুমার ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ টি উদ্ধার করেন।

পুলিশ জানান , তার কাছে থাকা ব্যাগে জাতীয় পরিচয় পত্র আনুযায়ী তিনি পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার নওগাঁ বাজার এলাকার বাসিন্দা ও খগেন সিং এর স্ত্রী। তবে পুলিশ বলছে তিনি একজন বুদ্ধি প্রতিবদ্ধী। ধারণা করা হচ্ছে, তিনি শনিবার ভোর রাতের দিকে বাঘাবাড়ি টু চাটমোহর মিনি বিশ্বরোডের ব্রীজের পাশে সড়ক দুর্ঘটনায় সড়কের পাশে ছিটকে পড়ে মৃতু হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার বলেন, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃতু হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে। তিনি একজন বুদ্ধি প্রতিবদ্ধী মহিলা ছিলেন বলেও জানান তিনি।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com