Breaking News :

খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত বিএনপি প্রার্থী হিসেবে মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

অনলা্বইন ডেস্এক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক। উক্ত নির্বাচনী আসন ফেনী-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

রবিবার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রফিকুল আলম মজনুর জমা দেওয়া উক্ত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাছাড়া মৃত জনিত কারণে উক্ত আসনে বেগম খালেদা জিয়ার জমা দেওয়া মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com