Breaking News :

পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে পাঁচটি সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার দিনগত রাত(৪ ডিসেম্বর) দু’টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,অষ্টমণিষা বাজারে রতন কর্মকার ,তপন কর্মকার,উত্তম কর্মকর্মকার,ইউসুফ আলী ও আত্তাব আলীর সোনার দোকানে ডাকাতি হয়। এ সময় ত্রিশ ভরি সোনার গহনা ও পাঁচ লক্ষ টাকা লুট হয়। পরে রতন কর্মকারের বাড়িতে ঢুকে দুর্বত্তরা তার স্ত্রী ও ছেলে রঞ্জনকে মারপিট করে অন্তত দশ ভরি সোনার গহনা ও নগদ পনের লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
রঞ্জন কর্মকার জানান, ৮/৯ জনের একদল দুর্বৃত্ত রাত আনুমানিক দু’টার সময় দোকানের তালা ভেঙ্গে প্রথমে সোনার গহনা লুট করে। পরে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে দশ ভরি সোনার গহনা ও নগদ ১৫ লক্ষ টাকা লুটে নেয়। এ সময় তার মা শরীর থেকে গহনা খুলে  দিতে দেরি করলে তাকে মারপিট করে । রঞ্জন এগিয়ে এলে তাকেও মারপিট করে।  দুর্বৃত্তদের দু’জনের হাতে দুইটা বন্দুক ও ধারালো অস্ত্র দেখা গেছে বলেও তিনি জানান।
জানাযায়, দুর্বৃত্তরা একটি স্পীড বোট যোগে অষ্টমণিষা বাজারে নামে এবং ডাকাতি শেষে আবার ঐ স্পীড বোটেই গুমানী নদীর ভাটির দিকে চলে যায়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ তিনি ঘটনাস্থলে পৌঁছেন  । তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ।

সকাল সাড়ে ১১ টায় রিপোর্ট লেখা পর্যন্ত পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো. রেজিনূর রহমান,সহকারী পুলিশ সুপার চাটমোহর মনজুরুল আলম,ওসি (ডিবি)পাবনা মো. রাশিদুল ইসলাম  ঘটনাস্থলে রয়েছেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com