পাবনার সাঁথিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর শাখার সাইনবোর্ডে এ আগুনেরঘটনা ঘটে।
সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
জানা যায়, রোববার দিনগত গভীর রাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর শাখায় দুর্বৃত্তরা ব্যাংকের সাইনবার্ডে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সাইনবার্ডের অংশ পুড়ে যায়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা যায়, কে বা কাহারা প্রথম সাইনবোর্ডে তেল জাতীয় কিছু ঢালছে। পরে তাতে আগুন লাগিয়ে দেয়।
এ বিষয়ে ওসি আনিসুর রহমান বলেন, ‘আগুন দেওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় মামলা রুজু হবে।’
ক্ষেতুপাড়া শাখার মিয়াপুর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সুমি খাতুন জানান, দুর্বৃত্তরা রাতে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছিল। সাইনবোর্ডটি ছাড়া কোনোকিছুর ক্ষতি হয়নি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গ্রাহকদর মধ্য কোনো আতঙ্ক নাই।’
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod