মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া,পাবনা প্রতিনিধি
পাবনা-৩ প্রার্থী পরিবর্তনের দাবিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মশাল নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর একাংশ । এ সময় তারা প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে বড়ালব্রীজ ফুটবল খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে
বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ আলী, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আকরাম আলী মাষ্টার,ভাঙ্গুড়া পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সালাম নূরসহ অনেকে।
বক্তারা বলেন, এই আসনে যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই আসনে কখনো আসেননি। তিনি যেহেতু কেন্দ্রীয় নেতা তাকে বিভাগীয় শহরে মনোনয়ন দেওয়া হোক। আর এই আসন থেকে তৃণমূলের স্থানীয় ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি জানান। তারা চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা এই দুজনের মধ্যে যেকোন একজনকে প্রার্থী করার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod