Breaking News :

ভাঙ্গুড়ায় সরকারি রাস্তায় মাটি কেটে পুকুর খনন ও সরকারি গাছ কাটার অভিযোগ

 

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি রাস্তায় মাটি কেটে পুকুর খনন ও সেখান থেকে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি খানমরিচ ইউনিয়নের রঘুনাথপুর গামে।
এই ঘটনায় ঔ গ্রামের ১০ জন স্বাক্ষরিত কাগজে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে লিখেছেন রঘুনাথপুর গ্রামের জনাব আলী প্রামানিকের ছেলে আলম হোসেন গংরা জোরপুর্বক সরকারি রাস্তার জায়গা দখল করে পুকুর খনন করেছেন এবং জনসাধারণের চলাচলের চরম দুর্ভোগের সৃষ্টি করেছেন। সেই সঙ্গে সেখান থেকে তারা ৪টি মুল্যবান সরকারি গাছ কেটে নিয়েছেন। যার আনুমানিক মুল্য ৬০/৭০ হাজার টাকা।
রঘুনাথপুর গ্রামের বরাত আলী ও আফজাল হোসেন বলেন, খানমরিচ ইউনিয়ন ভুমি উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন আহমেদের সহায়তায় কয়েক মাস আগে সরকারি রাস্তার ক্ষতি করে পুকুর খনন করা হয়েছে। পরে বন্যার পানিতে রাস্তা ভেঙ্গে চলাচলের সম্পুর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সেখান থেকে সরকারের মূল্যবান বৃক্ষও কেটে নেওয়া হয়। বিষয়টি খানমরিচ ভুমি উন্নয়ন কর্মকর্তাকে জানিয়ে কোনো ফল পাওয়া যায়নি। অবশেষে গত ২০ অক্টোবর গ্রামবাসী ইউএনও’র কাছে দরখাস্ত দেন। ইউএনও দুই সপ্তাহেও কোনো ব্যবস্থা নেননি। ফলে গ্রামের লোকেরা গত মঙ্গলবার ৩ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার(ভূমি)অফিসে গিয়ে বিস্তারিত জানান। এরপর সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান,খানমরিচ ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে ডেকে আনেন এবং সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সরকারি মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শুধু সাংবাদিক নয়,নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েক জন বলেন ইউএনও তাপস পাল করো ফোনই ঠিকমত রিসিভ করেন না।
তবে সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে ইউএনও মহোদয় গ্রামবাসীদের অভিযোগটি তাকে ফরওয়ার্ড করে ব্যবস্থা নিতে বলেছেন। সে মোতাবেক আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ভূমি উন্নয়ন কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছি।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com