Breaking News :

ভাঙ্গুড়ায়  ন্যায্য মূল্য সারের দাবীতে  কৃষকদের বিক্ষোভ মিছিল

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় সরকার নির্ধারিত ন্যায্য মূল্য সার না পাওয়া কৃষকরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় ও উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিসের সামনে কৃষকরা এই বিক্ষোভ মিছিল করেন। এর আগে সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক ভাঙ্গুড়ার সার ডিলারদের কাছে সার নিতে আসে কিন্তু তারা কোন ডিলারের কাছেই সার না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। এক পর্যাযে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখেরুজ্জামান মাসুমের কাছে গেলে সে কোন প্রতিকার না পেয়ে কৃষকদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভে কৃষকদের অভিযোগ, চলতি রবি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করতে পারছেন না, ফলে জমিতে রোপণকাজ ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে সার কিনছেন, এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া কৃষক আব্দুল মান্নান বলেন, ‘আমরা সার না পেলে জমিতে বীজ ফেলব কীভাবে? সরকার নির্ধারিত দামে সার পাচ্ছি না আমরা। ’

আরেক কৃষক পলান মোল্লা অভিযোগ করেন, ‘ডিলাররা রাতের আঁধারে বেশি দামে বাইরে সার বিক্রি করছে। এ কারণেই সংকট তৈরি হয়েছে। মৌসুমের শুরুতেই আমরা সার না পেলে আবাদে মার খেতে হবে।’

বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের পর্যাপ্ত নজরদারি না থাকায় ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারা অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কৃষকরা অভিযোগ করে বলেন, এক শ্রেণির সার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে সাধারণ কৃষকের নিকট প্রতি বস্তায় তিন থেকে ৫০০ টাকা বেশি দামে সার বিক্রয় করছেন। বেশি দাম না দিলে কৃষকরা সার পান না এমন অবস্থার পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর সাধারণ কৃষকরা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করেন তারা।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখেরুজ্জামান মাসুম বলেন, ‘কৃষি কর্মকর্তাদের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিলাররা সার মজুত ও অবৈধ বিক্রির সুযোগ পাচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.শারমিন জাহান বলেন, সারের সাময়িক সমস্যা হয়েছিল ডিলারদের নিকট নতুন করে সার আসায় সে সংকট কেটে গেছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com