Breaking News :

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

 

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত ব্যক্তি অনুমানিক বয়স (৪৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (দুই নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের পৌরশহরের বড়ালব্রিজ রেলস্টেশনের পূর্বপাশে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সামনে হেলিপ্যাড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রেললাইনের ওপর একাই দাড়িয়ে ছিলেন ঔ মানসিক প্রতিবন্ধী যুবক। এসময় সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেন চলে আসে। এক পর্যায়ে পথচারীরা ডাক চিৎকার দিলে সেখান থেকে সরে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে অবহিত করে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার এস আই তপন কুমার বলেন, লাশ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com