Breaking News :

ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

 

মোঃ আব্দুল আজিজ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা, জাতীয় সমবায় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. আমিনুজ্জামান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠতে পারে আত্মনির্ভরশীল সমাজ। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

এসময় ভাঙ্গুড়া উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সমিতির সমবায়ীরা উপস্থিত ছিলেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com