Breaking News :

বছর কোমায় থেকে সাংবাদিকের ছেলে আবিরের চিরবিদায়।

 

মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

মোটরসাইকের দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর মারা গেছে সাংবাদিকের ছেলে আবির হাসান। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। আবির দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি ও চাটমোহর প্রেসক্লাব এর কার্যকরী সদস্য শামীম হাসান মিলনের একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবার স্বজন সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর। আবির চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। এক বোন আর এক ভাইয়ের মধ্যে আবির ছিল ছোট।

পারিবারিক সূত্র জানিয়েছে, আজ শনিবার সকাল সাড়ে দশটায় মধ্য শালিখা জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে বৃ-গুয়াখড়া সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক মিলনের ছেলে আবিরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভাঙ্গুড়া প্রেসক্লাব।

২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার বাবার সাথে জুমআর নামাজ আদায় করেছিল আবির। নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়। তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। সেই থেকে কোমায় ছিল সে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com