ভাঙ্গুড়ায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধ
মোঃ মনিরুজ্জামান ফারুক :
সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে পৌরশহরের শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিম খানম লিমা।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি,প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী, কৃষি অফিসার শারমিন জাহান, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা, মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী উপজেলার ৩৭ হাজার ৬৪১ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। যে সকল শিশুদের জন্মনিবন্ধন নেই এমন শিশুরাও টিকা পাবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod