ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো ১ লাখ ১০ হাজার টাকা (রেমিট্যান্স) ব্যাংক থেকে তুলে ফেরার পথে তা খোঁয়ালেন রেখা খাতুন (৩৫) নামের এক নারী। তিনি উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। স্বামীর কষ্টার্জিত এতো গুলো টাকা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই নারী । মঙ্গলবার(৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকের বড়ালব্রীজ শাখার সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওউ নারী জানান, ‘আমার স্বামী তার বেতনের টাকা ও তার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার মাধ্যমে ১ লাখ ২৯ হাজার টাকা (রেমিট্যান্স) পাঠান। বেলা ১১টার দিকে চেক দিয়ে আমি ব্যাংক থেকে টাকাগুলো তুলে আমার ভ্যানিটি ব্যাগে রাখি। এ সময় ব্যাংকের ভেতরে বসে থাকা বোরকা পরিহিত কয়েকজন নারী তা দেখছিল।’
তিনি আরও জানান, ‘আমি ব্যাংক থেকে বের হয়ে এলে ওই নারীরাও আমার পিছু নেয়। এরপর আমি ব্যাংকের সামনে ফুটপাতের একটি কাপড়ের দোকানে পোশাক কিনতে যাই। এ সময় ওই নারীরা আমার পাশে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পরে আমি ব্যাগ খুলে দেখি—ভেতরে ১ লাখ ১০ হাজার টাকার দুটি বান্ডিল নেই। আর পাশে দাঁড়িয়ে থাকা ওই নারীরাও নেই।’
অগ্রণী ব্যাংক বড়ালব্রীজ শাখার ব্যবস্থাপক কেএম বারিউল হক বলেন, ‘ভুক্তভোগী ওই নারী ব্যাংক থেকে চেকের মাধ্যমে তার স্বামীর পাঠানো ১ লাখ ২৯ হাজার টাকা রেমিট্যান্স তোলেন। পরে বাজারের মধ্যে তার টাকাগুলো খোয়া গেছে বলে তার কাছ থেকে আমি জেনেছি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ওই নারী তার টাকাগুলো কিভাবে খোয়া গেছে তা তিনি ঠিকমতো বলতে পারছেন না। তবে তিনি থানায় কোনো অভিযোগও করেন নি।’
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod