মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন।
তারা জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না। ফলে ১ অক্টোবর থেকে সারা দেশের প্রায় ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম ও ১২ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য রিপোর্টিং কার্যক্রম অনিশ্চয়তার মুখে পরেছে। আন্দোলনকারীদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে জানিয়েছেন তারা।
এ ব্যপারে রবিবার (৫ অক্টোবর) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়া উপজেলা হেলথ এসোসিয়েশন পহেলা অক্টোবর থেকে সকল কার্যক্রম বন্দ রাখার দাবিতে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ হালিমা খানম বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা হেলথ এসোসিয়েশন সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod