Breaking News :

ভাঙ্গুড়ার সেই ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতিকে শোকজ

 

মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি

দৈনিক আমার দেশসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশের পর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতি মোঃ লিয়াকত আলী লিটনকে শোকজ করেছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি। ২৭ সেপ্টেম্বর এক নারীর সাথে বিএনপি নেতা লিয়াকত আলী লিটন ‘কথোপকথন ফাঁস এবং বিএনপির কাউন্সিলে স্ত্রীর স্বীকৃতির দাবি নেতার প্রেমিকার শিরোনামে আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ নুর মোজাহিদ স্বপন ও সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তিন দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মহিলার অনৈতিক ফোনালাপ প্রকাশ হয়েছে যাহা দলের দায়িত্বশীল পদে থেকে অনৈতিক ফোনালাপ কোনভাবেই কাম্য নয়।আপনার ফোনালাপের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে,যা দলীয় কর্মকাণ্ডের সম্পূর্ণ পরিপন্থি। আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে নোটিশ প্রদানের তারিখ হতে (০৩) কার্য দিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে যথাযথ জবাবের নির্দেশ দেওয়া হলো।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com