বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুরায় রেল স্টেশন মাস্টারের ইন্ধনেই কি রেল যাত্রীদের উপর হামলা হয়েছে কি না? এমন প্রশ্ন উঠেছে। মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের ভাঙ্গুড়ায় ট্রেন যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ভাঙ্গুড়া বাসির জন্য দুঃখজনক বলে অনেকেই উল্লেখ করেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অনুসন্ধানে জানা গেছে, গত ২৮/৯/২৫ রবিবার রাতে ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ২৯/৯/২৫ সোমবার পঞ্চগড়গামী ৭০৫ একতা এক্সপ্রেস ট্রেনটিকে আড়াই থেকে তিন ঘন্টা আগ থেকে শরৎনগর স্টেশনে বসিয়ে রাখা হয় উদ্ধার কাজের বাকি অংশ শেষ করার লক্ষ্যে।
যার কারণে ট্রেনের যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশন মাষ্টারের সাথে তর্কাতর্কি করে। সেই তর্কাতর্কির জেরে স্টেশন মাস্টার ইন্ধন দিয়ে স্থানীয়রা মাইকিং করে একতা এক্সপ্রেস ট্রেনে এলোপাথাড়ি ইট পাটকেল নিক্ষেপ করেছে। যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। অকারণে বা কারণে দুই থেকে তিন ঘন্টা ট্রেন বিলম্ব করলে যাত্রীরা ক্ষুব্ধ হবেই এটি স্বাভাবিক । তাদেরকে বুঝিয়ে বলা রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু স্থানীয়দের হামলায় ট্রেনে থাকা অনেক যাত্রীর মাথা, মুখ, কপাল, কে*টে র*ক্তাক্ত হয়েছে। সেই সাথে কয়েক টি বগি থেকে মোবাইল, মানিব্যাগ, আরো অনেক কিছু ছিন*তাই ও করে নিয়ে গিয়েছে দাবি যাত্রীদের।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর বিচার দাবি করেছে ট্রেনের যাত্রীরা। সেই সাথে স্থানীয়রা স্টেশন মাস্টারের ইন্ধনে কি যাত্রীদের উপর হামলার ঘটনাটি জনগণের সামনে উন্মোচন করা দরকার। নইলে রেল এর যাত্রী সেবা হুমকির মুখে পড়বে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod