পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
ভাঙ্গুড়ায় ট্রেনের ইঞ্জিনসহ দুইবগি লাইনচ্যুতের ৫ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইন চ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায় তার প্রায় ৫ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার( ২৯ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে এদুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ ইঞ্জিনসংলগ্ন আরও দুটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। এতে দুর্ভোগে পড়েছিল শত শত সাধারণ যাত্রী। খবর পেয়ে, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। উদ্ধার তৎপরতা শেষে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন ভাঙ্গুড়া স্টেশনের সিগনাল অনুযায়ী অপর ঢাকা গামী একটি ট্রেনকে সাইট দিতে ভোররাতে ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে দাঁড়ায়। ঢাকাগামী ট্রেনটি চলে যাওয়ার পর সিগনাল অনুযায়ী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যর দিকে রওনা হয়। কিন্তু ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে থেকে মেইন লাইনে উঠতে গিয়ে ট্রেনের ইঞ্জিন সহ দুইটি বগি লাইন চ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেললাইন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়েছিল।
স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত হবার ঘটনা স্বীকার করে জানান, সিগনাল অমান্য করে ড্রাইভার ট্রেনটিকে দ্রুত গতিতে নিয়ে যাবার চেষ্টা করলে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠেতেই এ ঘটনা ঘটে। তবে চাটমোহর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে বলেও তিনি জানান। তবে রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ভাঙ্গুড়া স্টেশনে এসে পৌঁছায় নি। তিনি আর জানান বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনার বিষয়ে, বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ হাসিনা খাতুন সকাল পৌনে ৯ টার দিকে জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।