ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় বাকী বিল্লাহকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার (৭ সেপ্টেম্বর )ভোর রাতে দিকে পৌর শহরের ভাঙ্গুড়া বাজারের নিজ বাড়ী থেকৈ তাকে আটক করা হয়। তিনি ভাঙ্গুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালীয়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে সৃষ্ট ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করে। গত ১২মে সোমবার স্থানীয় বিএনপি নেতা ময়ছের আলী নামক এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৪০-৫০জনকে অভিযুক্ত করা হয়েছিল।
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অষ্টমনিষা ইউনিয়নের বিস্ফোরক ও নাশকতা মামলায় আওয়ামীলীগ নেতা বাকী বিল্লাহ কে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod