জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছে। দলটি বলছে, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে।
গতকাল মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র ও জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এসময় তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় ঘোষণা করেন। প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের এ দাবি জানান। দলটির মগবাজার আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
আব্দুল্লাহ তাহের বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod